শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় বলাইরচর জুই আত্ননির্ভরশীল দলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২৪, এ প্রশিক্ষণ প্রদান করেন মাঠ সহায়ক সুবল । তিনি দুর্নীতি কি, দুর্নীতির শ্রেনী বিভাগ, দুর্নীতির কারন সমুহ, দুর্নীতির ক্ষেত্র সমুহ কিকি , দুর্নীতির ঝুকি সমুহ, দুর্নীতির প্রধান সমস্যা, দুর্নীতি প্রতিরোধে করণীয়, দুর্নীতি প্রতিরোধে শ্লোগান সমুহ , দুর্নীতি বিরোধী ফোকাল পারসনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করেন । প্রশিক্ষণে ২০ জন দুর্নীতি বিরোধী ফোকাল পারসন ও আত্মনির্ভরশীল দলের দসদ্যগণ অংশগ্রহন করেন ।