হারুন অর রশিদ দুদু: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় খারামোরা কমিউনিটি সেন্টারে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
১৩ নভেম্বর ২০২৪ বুধবার, এ প্রশিক্ষণ প্রদান করেন সমাজ সেবক ব্রতিন কুমার ম্রং ও কারিতাস আলোক-৩ প্রকল্পের সিও রুমেল মৃ।মি. রুমেল মৃ অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার সম্পর্কে ধারনা প্রদান, অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার আদায়ে সমস্যা সমুহ ও তার থেকে উত্তরণের উপায়, অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, বিষয়ে আলোচনা করেন। মি. ব্রতিন কুমার ম্রং আদিবাসীদের সরকারী বেসরকারী সুযোগ সুবিধাগুলো কিকি? কিভাবে আদায় করা যায়? পিডব্লিউডি বিষয়ক ফোকাল পারসনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করেন । প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুলভ দফো প্রমুখ ।
প্রশিক্ষণে ২০ জন অন্তর্ভুক্তিকরণ(প্রতিবন্ধিতা)তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক ফোকাল পারসন ও আত্মনির্ভরশীল দলের দসদ্যগণ অংশগ্রহন করেন