মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস গাম্বেগ্রে আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন মেহতাব চান্দি সাংমা । তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড কে. সাংমার স্ত্রী ।
আজ শনিবার ২৩ নভেম্বরমেহতাব চান্দি সাংমা ওয়েস্ট গারো হিলস এর গাম্বেগ্রে আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন, সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন।
মিসেস মেহতাম চান্দি সাংমা এনপিপির হয়ে এই আসনে ভোটের লড়াই করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসির সাধিয়ারানী এম সাংমার প্রতিপক্ষ হয়ে তিনি ৪৫৯৪ ভোটের ব্যাবধানে জয়ী হন।
কংগ্রেসের এমএলএ সালেং সাংমার পদত্যাগের পর এই উপনির্বাচনের প্রয়োজন পরে উক্ত আসনে। এতে বিপুল ভোট পেয়ে কনার্ড কে. সাংমার স্ত্রী মেহতাব চান্দি সাংমা জয়লাভ করেন।