[bangla_date]
  1. আদিবাসী
  2. আবহাওয়া
  3. গ্রাম-বাংলা
  4. চাকুরী
  5. জেলা ভিত্তিক সংবাদ
  6. নির্বাচিত কলাম
  7. নির্বাচিত সংবাদ
  8. পাঠকের চিঠি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষা বার্তা
  15. সংগঠন

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অভিনেত্রী শাওন আহত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঢাকার নিউমার্কেট এলাকায় ওই দুর্ঘটনায় ছেলে নিষাদ হুমায়ূনও আহত হয়েছেন বলে জানালেন শাওন। গতকাল শুক্রবার বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন শাওন। সেখানেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন তিনি। শাওন জানালেন, রিকশার চাকার নিচে তাঁর বাঁ পা চাপা পড়লে গুরুতর চোট পান তিনি। পরে শাওনকে দ্রুত শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি নিজের ফেসবুকে তুলে ধরেছেন শাওন। ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ’, এমন একটি শিরোনাম দিয়ে দুর্ঘটনার বর্ণনায় শাওন লিখেছেন, ‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার (কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ) প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। রাস্তা একদম ফাঁকা। ডান–বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এল “বাংলার টেসলা”খ্যাত এক ইঞ্জিনচালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে “আআআপুউউউ… সরেএএএন!” বলে ডাক দেওয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি  ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর “বাংলার টেসলা”র পেছনের চাকা আমার বাম পা–এর ওপর দিয়ে চলে গেল।’

দুর্ঘটনার পর ইঞ্জিনচালিত অটোরিকশার চালক পালিয়ে যাননি জানিয়ে শাওন লিখেছেন, ‘চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা–দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তাঁর ফেসবুক স্ট্যাটাসে ধন্যবাদ জানাতে ভোলেননি সঙ্গে থাকা অর্পিতাকে। তিনি লিখেছেন, ‘অর্পিতা, তুই সঙ্গে না থাকলে কীভাবে যে ওই সময়টুকু সামলাতাম, জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম, নিজের পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করেছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে “শাওন মা” না, তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করে দেখালি। আমি তোকে নিয়ে গর্বিত।’

নিজের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে শাওন লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।’

-প্রআ

সর্বশেষ - আদিবাসী

আপনার জন্য নির্বাচিত

শ্রীবরদীতে সীডস কর্মসূচির আয়োজনে সুপারভিশন এবং মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অভিনেত্রী শাওন আহত

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

খুলনা টাইগার্স এর ৭ রানের জয়

শেরপুরের শ্রীবরদীতে উদ্যোক্তা উন্নয়ন ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীবরদীতে পরিবেশ, জলবাযু পরিবর্তন ও দুর্যোগের ঝুকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত

শেরপুরে অন্তর্ভুক্তিকরণ(প্রতিবন্ধিতা)তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে উদ্যোক্তা উন্নয়ন ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীবরদীতে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত