দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের জয় দুবাইতে আয়োজিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে কিউই ব্যাটাররা সুবিধা করতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২৫১/৭।
জবাবে, ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতীয় ওপেনাররা। এদিন ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ। একটি করে উইকেট নিয়েছেন শামি এবং জাদেজা। ভারতের কাছে এই টার্গেট খুব একটা বড় ছিল না। কারণ গোটা টুর্নামেন্টেই তারা অপরাজিত ছিল। যার ফলে খুব সহজেই এই রান ভারত তুলে নেয়।
তবে এদিন আরও আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারত ভারত। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের জন্য অনেকটাই অপেক্ষা করতে হল। রবিবার রোহিত শর্মা ব্যাট হাতে ঝড় তুললেন। তাতেই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। দুবাইয়ের ২২ গজে ট্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রাজ করলেন রোহিত। যদিও এই ম্যাচে রোহিত রান পেলেও, বিরাটকে খালি হাতেই ফিরতে হয়েছে। মাত্র ১ রান করেন কোহলি। ব্রেসওয়েলের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান। তবে রোহিত এদিন ব্যাট হাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেললেন। ভারত অধিনায়কের এই ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
জয়ের পর আবেগঘন বিরাট-অনুষ্কাম্যাচ শেষ হতেই বিরাট কোহলি দৌড়ে গিয়ে অনুষ্কা শর্মাকে জড়িয়ে ধরেন। পরে দু’জনকে হাত ধরে মাঠের দিকে যেতে দেখা যায়। অনুষ্কা এদিন পরেছিলেন নীল ডেনিম শার্ট ও ডেনিম শর্টস, বিরাট ঘরণীর ফ্যাশন স্টেটমেন্টও এদিন নেটিজেনদের বেশ মনে ধরে। অভিনেত্রীর প্রশংশায় পঞ্চমুখ হয়ে পড়েন তারা।
ভারতের এই ঐতিহাসিক জয়ের পর সমগ্র দেশ উচ্ছ্বাসে মেতেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় #TeamIndia, #ChampionsTrophy2025 পাশাপাশি ট্রেন্ড করছে #Virushka-ও। ভক্তদের মতে, “ভারতের জয় যেমন বিশেষ, তেমনি বিরাট-অনুষ্কার এই জড়িয়ে ধরার মুহূর্তটিও ম্যাচের সেরা দৃশ্যগুলির একটি।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের অসাধারণ পারফরম্যান্স ও বিরাট-আনুশকার আবেগঘন মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের মনে।
স্কোর : নিউজিল্যান্ড: ২৫১/৭,
ভারত : ২৫৪/৮ ভারত ২ উইকেটে জয়ী (এক অভার বাকী থাকতে)
– সুত্র: এমএসএন