শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১০ মার্চ) সকালে ` দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালী শেষে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে আগুন নিভানোর বিষয়ে মহড়া দেখানো হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহামেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আমীর হোসেন, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সভাপতি মো: মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আশরাফ হোসেন, কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল প্রমুখ । এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য , কারিতাস সীডস কর্মসূচির সিবিও ও এসআরজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন ।