মো: শামীম আহামেদ, শ্রীবরদী প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় কাকিরাকুড়া ইউনিয়নের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপন স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২০ মার্চ, বৃহস্পতিবার, পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপন স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাকিলাকুড়া ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মো: আমিরুল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্যগণ, মেম্বরগন ও কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক ও সদস্যবৃন্দ ।পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপন স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করেন কাকিলাকুড়া ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মো: আমিরুল ইসলাম ।তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভূক্তির ক্রাইটেরিয়া ও স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভূক্তির ক্রাইটেরিয়া বিষয় আলোচনা করেন । মাঠ সহায়ক টিভেট কার্যক্রম নিয়ে বলেন, এলাকার বেকার যুবদের কারিগড়ি প্রশিক্ষণের মাধ্যমে আত্বকর্মসংস্থান ও চাকুরী প্রাপ্তীর সুযোগ রয়েছে । এলাকায় বেকার থাকলে তাদের নাম ও কি শিখতে ইচ্ছুক তা তালিকা করে আমাদের কাছে দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো ।
সমন্বয় সভায় স্ট্যান্ডিং কমিটির সদস্য, মেম্বার, সচিব ও কারিতাস সীডস এর সদস্যসহ ২০ জন অংশগ্রহন করেন ।