মো: শামীম আহামেদ, শ্রীবরদী প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় জুলুঙ্গা রজনীগণ্ধা কিশোরী সংলাপ কেন্দ্রে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
৬ মার্চ, বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শনে সভাপতিত্ব করেন সংলাপ সাপোর্ট টিম (এসএসটি) এর সভাপতি, জুলুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো: সাইদ মৌলানা । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল, সুলভ দফো, এবং এসএসটি কমিটির সদস্যগণ ।
নারী অধিকার বিষয়ে নাটিকায় একটি মেয়েকে কিভাবে বিভিন্ন বিষয়ে যেমন, কথাবলার অধিকার, দেখার অধিকার, শোনার অধিকার, চলাফেরার অধিকার থেকে বঞ্চিত করা হয় তা নাটিকার মাধ্যমে দেখোনো হয় ।
এর পর বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকায় দেখানো হয় একটি কিশোরী মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী কে মা-বাবা না জানিয়ে ঘটকের মাধ্যমে বিবাহ ঠিক করে । এটা মেয়েটি তার সহপাঠিদের জানালে তারা শিক্ষকের সহায়তায় মা-বাবাকে বোঝানোর চেষ্টা করে । মা-বাবা রাজি না হয়ে বিয়ে দেওয়ার পক্ষে মতামত দেন । পরে বিয়ের দিন শিক্ষক, শিক্ষার্থী মিলে প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহ রোধ করে ।
নাটিকা প্রদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।