কারিতাস ময়মনসিংহ অঞ্চল সীডস কর্মসূচির আয়োজনে শেরপুরের উদ্যোক্তা উন্নয়ন ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
২৮নভেম্বর , বৃহস্পতিবার, বগুলাকান্দীতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সীডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার (ইএন্ডআই) মো: ওসমান গণি । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল । প্রশিক্ষণের লক্ষ উদ্দেশ্যসমুহ সম্পর্কে আলোচনা করেন কারিতাস সিডস এর মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল । তিনি কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারনা প্রদান, সীড্স প্রকল্প কি? সীড্স প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা করেন।
এরপর কারিতাস সীডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার (ইএন্ডআই) মো: ওসমান গণি উদ্যোক্তা কি ? উদ্যোক্তার লক্ষ্য ও উদ্দেশ্য, উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব, একজন ভালো উদ্যোক্তার সাধারণ বৈশিষ্ট্যএবং তার দায়িত্ব ও কর্তব্যসমূহ, ব্যবসা কি? ব্যবসা নির্বাচনের পদ্ধতি, ব্যবসায়িক বিবেচ্য বিষয়সমূহ, ব্যবসায়িক পরিকল্পনা ও ব্যবস্থাপনা
প্রভৃতি বিষয়ে আলোচনা করেন ।
মাঠ সহায়ক তিলোত্তমা রিছিলের সঞ্চালনায় এই প্রশিক্ষনে ২০ জন এসআরজি সদস্য ও তাদের ক্ষুদ্র ব্যবসায়ী স্বামীগণ অংশগ্রহণ করেন ।